গত ২১ জুন মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী এলাকা থেকে অপহৃত হওয়া ১৫ বছরের এক কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি অভিযানিক দল।১ জুলাই রাতে র্যাব-৬,(ঝিনাইদহ ক্যাম্প) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,অপহৃত ভিকটিম মেহেরপুর জেলার গাংনী পৌরসভা শাহারবাটী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী মোঃ মাহাফুজ আলী (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতাকৃত আসামী মাহফুজ মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ জাব্বার হোসেনের ছেলে।
জানা যায়,গত ২১ জুন মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী এলাকা থেকে ১৫ বছরের এক কিশোরী অপহৃত হয়।পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন,যার মামলা নং ২২,তারিখ-৫/০৬/২১ ইং,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯/৩০ ধারা অনুযায়ী।
গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করে এবং ভিকটিম কিশোরীকে তার পরিবারের নিকট পৌছে দিতে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।