ঝিনাইদহ পৌর মেয়রের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ১০০শত নিম্ন ও মধ্য আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঙ্গল উদ্দিন দরাপ। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সুযোগ্য পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ । করোনা ভাইরাসের কারণে নিরাপদ দুরত্ব বজায় রেখে নিম্ন ও মধ্য আয়ের মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।