ঝিনাইদহ পৌর মডেল কলেজ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর মডেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ’র উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর সচিব মোস্তাক আহমেদ, প্যানেল মেয়র জাহিদুল ইসলাম, পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন।
এছাড়াও কলেজের শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী-অভিভাবক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ভালো ফলাফল করতে হলে কঠোর পরিশ্রম করতে। তাহলেই ব্যক্তি ও পারিবারিক জীবনে সফল হওয়া যাবে। পাশাপাশি সুন্দর একটি দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখা যাবে।
এবার ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পৌর মডেল কলেজ থেকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে মোট ৭৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।