• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যবসায় প্রতিষ্ঠিানে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ শাহানুর আলম, প্রধান প্রতিবেদক / ১০৭ Time View
আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহ সম্মিলিত নাগরিক ঐক্যে ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

সোমবার দুপুরে ঝিনাইদহের পায়রা চত্ত¡র থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার ওখানেই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে পৌরসভার শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে তার ব্যবসা
প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার প্রতিবাদ জানায়।


বিক্ষোভ সমাবেশে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরীয়ার জাহেদী হিজলের বড় ভাই বিপুলসহ নেতা কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মুসা মিয়ার সন্তান, এই
ঝিনাইদহে তার পরিবারের অনেক অবদান আছে। ঝিনাইদহের মানুষ শান্তিপ্রিয় এবং প্রশাসনের প্রতি যথেষ্ঠ আস্থশিল। প্রথমবারের মত আমরা এই ঘটনাটি প্রশাসনের উপর ছেড়ে দিলাম, তারা নিশ্চয় নিরাপেক্ষ
নির্বাচনের ক্ষেত্র তৈরী করে দেবেন।

বক্তারা আরও বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা তার দাতভাঙ্গা জবাব দেব। প্রসঙ্গত যে, গত রবিবার (১৫মে) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যবসায় প্রতিষ্ঠানে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বসত বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর জীবননাশেরও আশঙ্কা আছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1