ঝিনাইদহ পৌরসভা এবং পাগলাকানাই ও সুরাট ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অব)।
বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব নুরুজ্জামান তালুকদার,ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম পিপিএম, খুলনা বিভাগের নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, স্থানীয় সরকার উপ- পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আব্দুস সালেক ,ঝিনাইদহ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা অলিউল ইসলাম, ঝিনাইদহ সদরের ইউএনও এস. এম শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সরোয়ার হোসেন।
এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী, আব্দুল খালেক,স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মাসুম, ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা সিরাজুল ইসলাম ।
এছাড়াও পাগলাকানাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ বিশ্বাসে, সুরাট ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন প্রমুখ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, আপনাদের কোনো রকম হুমকি ধামকি দিলে নির্বাচন অফিসে অভিযোগ করেন। নির্বাচন শতভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, পুলিশ, র্যাব,আনসার,মোবাইল টিম, থাকবে নিরাপত্তা কোনো ঘাটতি হবেনা।