ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে ৩’শ শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে
কাজী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহে চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিশুর মা’দের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে এ শিশু খাদ্য বিতরণ করা হয়। এসময় পৌর এলাকার ৩’শ পরিবারের কাছে তাদের শিশুদের জন্য শিশু খাদ্য তুলে দেন পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারসহ অন্যান্যরা। করোনার এই ক্রান্তিকালে শিশুখাদ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিশুর মায়েরা।