ঝিনাইদহ পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাউল) বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে পৌরসভার পুরাতন ভবনে এ চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগ’র উপপরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম, পৌরসভার সচিব নূর মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ পৌরসভায় ব্যাপারীপাড়া থেকে চাউল নিতে আসা টুম্পা খাতুন জানান, ঈদের আগে পৌরসভা থেকে দেওয়া ১০কেজি চাউল পেয়ে খুবই উপকার হয়েছে।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ভাবে অসহায়, দরিদ্র, কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, ঈদ-উল-আযহায় ৪হাজার ৬শত ২১ জন পরিবারের মাঝে ১০কেজি করে ভিজিএফ’র এ চাউল বিতরণ করা হবে।