• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

ঝিনাইদহ পুলিশের অভিযানে ডাকাত সর্দারসহ ৬ ডাকাত গ্রেপ্তার

কাজী মোহাম্মদ আলী পিকু / ৬৭ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
ঝিনাইদহ পুলিশের অভিযানে ডাকাত সর্দারসহ ৬ ডাকাত গ্রেপ্তার

ঝিনাইদহ পুলিশের অভিযানে ডাকাত সর্দারসহ ৬ ডাকাত গ্রেপ্তার

পিকে নিউজ ডেস্ক,ঝিনাইদহঃ

ঝিনাইদহ পুলিশ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তিতে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের ফেলু মন্ডলের জামাতা সজিব ,হরিনাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামের আরিফুল ইসলামের ছেলে বাবুল হোসেন, সদর উপজেলার দক্ষিণ রামনগর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে লিটন, সদর উপজেলার বেড়াশুলা গ্রামের সায়েম মন্ডলের ছেলে তরিকুল ইসলাম , চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত রমজান মালিথার ছেলে তোরাপ ও সদর উপজেলার মহামায়া গ্রামের আজিবার রহমানের ছেলে ডাকাত সর্দার কোরবান আলী।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, তথ্য প্রযুক্তির যুগে যথাযথ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতের কাছে ডাকাতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। পুলিশ সূত্রে জানা যায় , ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামে গত ৪ ডিসেম্বর রাতে প্রবাসি সাইদ হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদল কৌশলে বাড়ির সদস্যদের অস্ত্রেরমুখে জিম্মি করে ৭ টি মোবাইল ফোন, স্বর্ণের বালা, গলার চেইন, কানের দুল, আংটিসহ নগদ অর্থ লুট করে। এ ঘটনার পর ৫ডিসেম্বর সাইদ হোসেনের স্ত্রী শাম্মী আক্তার বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি মামলা করেন। এর পর থেকে পুলিশ ডাকাতদল ধরতে মাঠে নেমে পড়ে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতদলকে সনাক্ত করতে সক্ষম হয়। সর্ব প্রথমেই ডাকাত সর্দার কোরবান আলীকে পুলিশ আটক করে। তার স্বীকারোক্তির আলোকে পর্যায়ক্রমে ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হয় তারা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লুন্ঠিত হওয়া সকল মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সর্দার কোরবান আলী ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1