অনেকেরই জানা নেই ঝিনাইদহ তুলা উন্নয়ন বোর্ডের কি কাজ বা কোথায় তাদের অফিস।একটি অবৈধ লেনদেনের ছবি ভাইরাল হওয়ার পর সাধারণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। নিয়মিত কাজ কাম না থাকলেও তুলাচাষে কৃষি ভর্তুকি ও লোনসহ নানাকাজে চলে রমরমা ঘুষ বানিজ্য।
আর এসব ঘুষের টাকা অফিসের কর্মকর্তা,কর্মচারী ও দালালদের মধ্যে নিয়মিত ভাগ-বাটোয়ারা হয়ে থাকে।তুলা উন্নয়ন বোর্ড অফিস দুর্নীতি আর অনিয়মের আখড়াই পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসছে এসব নানা অনিয়ম। তুলা চাষের উন্নয়নে কোন পদক্ষেপ চোখে পড়েনা।প্রথম শ্রেনির একজন কর্মকর্তা হলেও অফিসকে বানিয়ে রেখেছে রান্নাঘর ও শোয়ার ঘরের মত। অফিসে ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানা পত্র ও খাবার থালাবাটি।
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোঃ আব্দুস সালাম এবিষয়ে কোন কথা বলতে চায়নি।