মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী ঝিনাইদহের নাগরিকদের সংগঠন ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইনক এর পক্ষ থেকে ঝিনাইদহের কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার্থে ২৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ। ভার্চুয়ালী অনুষ্ঠানে যুক্ত হন ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ আইএনসি’র সভাপিত আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক হাবিব আহসান ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ।
ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ আইএনসি পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক এর হাতে সিলিন্ডার তুলে দেন সংগঠনের সহ সভাপতি জাকারিয়া মিঠু, সহ সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা আবু জাফর ফিরোজ, প্রবাসী সাইফুল রহমান মিঠু ও প্রবাসি ইদ্রিস আলি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সহ সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ’র সভাপিত আব্দুল মজিদ বলেন, আমরা প্রবাসে থেকেও আমাদের জন্মভুমির কথা ভুলিনি। করোনাকালীন এই মহামারিতে আক্রান্তদের চিকিৎসার্থে তাদের পাশে থাকতে পেরে ভাল লাগছে। ভবিষতেও আমরা ঝিনাইদহবাসির পাশে থাকতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, আপনারা প্রবাসে থেকেও করোনাকালীন সময়ে জেলার মানুষের কথা মনে রেখেছেন এ জন্য ঝিনাইদহবাসির পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান।