ঝিনাইদহ জেলা সমিতির বৃত্তি পেল রাবির ৮৫ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ৮৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ঝিনাইদহ জেলা সমিতি। বৃহষ্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও জাহেদী ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে সাত হাজার পাচঁশ টাকা ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।
এর আগে বেলা ১২ টায় মিলনায়তনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা সমিতির সভাপতি রনি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ সদস্য এবং সাবেক মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি। প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মো.সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও বৃত্তিপ্রদান কমিটির আহবায়ক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার সমাপ্তি ও জেলা সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় ঝিনাইদহ রেডিও নবগঙ্গার চেয়ারম্যান আর্মিজা শিরিন আক্তার এমি, জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।