বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জয় বাংলার স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল ঝিনাইদহ শহর। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত ৩ নেতা আসেন ঝিনাইদহে।
বৃহস্পতিবার সকাল থেকেই স্লোগান দিয়ে আলাদা আলাদা মিছিল বের করে পদ প্রত্যাশি নেতারা। ঝিনাইদহ জেলা ছাত্রলীগে এবার মোঃ ফারুক হোসেন,আল ইমরান,বিবরণ বিশ্বাস,আবু সুমন,মোঃ সুরুজ আলী,সজীব হোসেন,সোহেল রানা,মেহরাব হোসেন বাপ্পী,আব্দুল্লাহ এপি,মুশফিকুর রহমান,বিপ্লব হোসেনসহ আরও কয়েকজন পদ প্রত্যাশি বলে জানাগেছে। ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে উত্তেজনা রয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যেও। সাবেক ছাত্রলীগ নেতা আহাদুর রহমান খোকন, আশফাক মাহমুদ জন,মনজুর পারভেজ তুষার,আতিকুল হাসান মাসুম,মোফাশ্বের হোসেন পল্টু সহ সাবেক ছাত্রলীগ নেতাদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক আশরাফুল ইসলাম ফাহাদ,উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নূরে আলম লিটন ও আনফাল সরকার পবনকে সদস্য করে একটি সমন্বয় কমিটি তৈরি করেন। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তারা পদ প্রত্যাশিদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রানা হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস,জেলা যুবলীগের সভাপতি আশফাক মাহমুদ জন,আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর পারভেজ তুষার,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল হাসান মাসুম,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ সহ ছাত্রলীগের সাবেক নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।