৭মাস পর বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে সজীব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আল ইমরানকে নির্বাচিত করা হয়েছে। আগের কমিটিতে সজীব হোসেন সাংগঠনিক সম্পাদক ও আল ইমরান যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আগামী এক বছরের জন্য গঠিত ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে ১৪ জন সহ সভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ জন সাংগঠনিক সম্পাদক রয়েছে।
উল্লেখ্যঃ চলতি বছরের ৪ষ্ঠা জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঝিনাইদহ জেলা শাখার কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। এর পর থেকে ৭মাস কমিটি ছাড়াই চলছিল সংগঠনটির কার্যক্রম।
এদিকে নতুন কমিটি পাওয়ায় আনন্দিত সংগঠনটির নেতা-কর্মীরা। তাদের প্রত্যাশা আগামী দিনে দলের যেকোনো কর্মসূচিত অগ্রণী ভূমিকা রাখবে সদ্য ঘোষিত এ কমিটি।