• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৭৪ Time View
আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
smart

ঝিনাইদহ ব্যাপারী পাড়া যুবসংঘ ও পিকে মাল্টি মিডিয়ার আয়োজনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পুন:নির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩নভেম্বর) বিকালে উপশহর পাড়া প্যারাডাইস প্রিক্যাডেট স্কুল মাঠে এই নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। সহকারী অধ্যাপক ড. তপন গাঙ্গুলীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র সাইদুল করিম মিন্টু। এছাড়া আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ঝিনাইদহ সদর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জল, সহ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল মতিন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সরকারী কেসি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পিকে মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ আলী পিকু ও উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাপারী পাড়া ও উপশহর পাড়ার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি অতিতেও আপনাদের সাথে ছিলাম বর্তমানেও সুখে দুখে আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সেবা দিয়ে যেতে চায়। আপনাদের বিপদে আপদে আমাকে ডাকলে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা কর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1