• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত মূলক সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি / ১৮৫ Time View
আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
smart

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে দৈনিক ঢাকা প্রতিদিন ও দেশবাংলা পত্রিকায় মিথ্যা, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্য মূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

সোমবার বিকাল ৪টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমীক লীগের সভাপতি আক্কাস আলী। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। এছাড়াও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করীম রাসেল ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীনসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেত্বৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন,দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে নিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামাতের আশ্রয়দাতা ঝিনাইদহ-৪ আসনের একজন জনপ্রতিনিধির ইন্ধনে তার কর্মচারীর মাধ্যমে এসব এডিট করা ছবি এবং মিথ্যা মনগড়া সংবাদ ছাপিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব পত্রিকার প্রতিনিধি ও সম্পাদকের প্রতি মিথ্যা খবর ছাপানোর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন। পাশাপাশি এমন মিথ্যা ভিত্তিহীন, উদ্দ্যেশ মূলক ও মানহানিকর খবর প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1