ঝিনাইদহ গান্না ইউনিয়নে সড়কের কাজ উদ্বোধন করেন
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদরের ডাকবাংলা থেকে কালীগঞ্জ নিমতলা পর্যন্ত সড়কের পুনরায় নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এই উপলক্ষে শুক্রবার বিকালবেলা গান্না বাজারে উদ্বোধন অনুষ্ঠানে গান্না ইউনিয়ন চেয়ারম্যার নাসির উদ্দীন মালিথার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ সদর থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ, জেলা যুবলীগের সদস্য ও সংসদ সদস্যের পিএস কামাল হোসেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাইদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিবরণ দেন।