ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর পর এই সন্মেলনে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেসা মিকি সভাপতি ও মোঃ শাহাজান আলী কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার(১৯শে মার্চ) সন্ধ্যায় পৌর শহরের আখ সেন্টার চত্বরে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি’র সভাপতিত্বে ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, জেলা আঃলীগের সহ-সভাপতি তৈয়েব আলী জোয়াদ্দার, চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।