ঝিনাইদহে কেন্দ্রীয় রাধামাধব ইসকন মন্দির পরিদর্শন করলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগ ও ঢাকা মহানগর দক্ষিণ, বাবু সুব্রত পাল ও এ্যাড,ডাঃ শামীম আল সাইফুল সোহাগ।
শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে তারা মন্দির পরিদর্শন করেন। এই সময় তাদের ফুলদিয়ে শুভেচ্ছা জানাই ইসকন মন্দিরের প্রভু তাপস ও সংখ্য উলুধ্বনি দিয়ে শুভেচ্ছা জানাই ভক্তবৃন্দরা । এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করেন।
এই সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায় আশফাক মাহামুদ জন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলসহ আরো অনেকে। মন্দির পরিদর্শনকালে বাবু সুব্রত পাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই হল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সেই বাংলাদেশ এগিয়ে চলছে। উন্নয়নের সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন ঝিনাইদহ কেন্দ্রীয় ইসকন মন্দিরের জন্য সার্বিক সহযোগিতার ব্যবস্থা করবে। যে কোন উন্নয়নমূলক কাজের জন্য তিনি সবার সাথে থাকবেন।