সভাপতি-শরিফুল ইসলাম সম্পাদক-বজলুর রহমান
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নবগঙ্গা ন্যাশনাল একাডেমির পরিচালক শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বজলুর রহমান। শুক্রবার সকাল ১১টায় ইডেন একাডেমি হলে সাধারণ সভার মাধ্যমে তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মমিন। এসময় উপস্থিত ছিলেন এ জে ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, চাকলা কিন্ডারগার্টেন এর পরিচালক ও সাবেক সভাপতি কাজী মনজুরুল হক। এছাড়াও জেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।
সভায় পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শরিফুল ইসলামকে সভাপতি, বজলুর রহমানকে সাধারণ সম্পাদক ও কামরুজ্জামান লিটনক সাংগঠনিক সম্পাদক ৩ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটি ১মাসের মধ্যে পুরনাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।