ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২জুন) ঝিনাইদহ এস.এস.সি ব্যাচ’ ৯৪’ এর উদ্যোগে ও জাহেদী ফাউন্ডেশনের সহযোগীতায় এই কর্মসূচী পালিত হয়। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে জোড়াদাহ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের শত শত নারী পুরুষ এবং শিশুরা কাংখিত এ সেবা নিতে সকাল থেকে জোড়াদাহ স্কুলে আসতে থাকে। হাতের নাগালে মানুষের মৌলিক এই সেবা পেয়ে সবাই স্বস্তির নিশ্বাস ফেলতে থাকে। বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নেওয়ার জন্য প্রখর তাপমাত্রা সাধারণ মানুষের অকৃত্রিম আগ্রহকে বাধা দিতে পারেনি। বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির সার্বিক আয়োজন করেন ঝিনাইদহ এসএসসি ব্যাচ “৯৪’।
যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দিয়েছেন তারা হলেন ডাঃ রেজাউল ইসলাম রেজা, মেডিসিন বক্ষব্যাধি ও এ্যাজমা বিষয়ে অভিজ্ঞ, ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঝিনাইদহ, ডাঃ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিষয়ে অভিজ্ঞ, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল যশোর, ডাঃ শুভ্র ঘোষ, মেডিসিন, নিউরোমেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল যশোর। বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির রেজিষ্ট্রেশন আহবায়ক আসাফ উদ্দৌলা মাসুম জানান, দিনব্যাপী সাড়ে পাঁচশত বিভিন্ন রোগীকে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। স্থানীয় ৯৪ ব্যাচের বন্ধু মারুফ সার্বক্ষণিক তদারকি করেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু থানার ইনচার্জ আবু আজিফ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যারা সার্বক্ষনিক পাশে থেকেছেন তাদের মধ্যে অন্যতম এসএসসি ৯৪’এর বন্ধু প্রজ্জ্বল, শিনু, পিটু, মাসুম, রনি, মোহাম্মদ আলী, কাজী পিকু, শিমুল, সোহেল রানা, আওয়াল, সবুর, পিন্টু মেরিয়াস,আনন, টিটন প্রমুখ। কর্মসূচি প্রসঙ্গে ঝিনাইদহ ৯৪” অকৃত্রিম বন্ধু এম এ জাহেদী প্রজ্জ্বল বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে এমন আয়োজন চলমান থাকবে ইনশাআল্লাহ ।