ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম অঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রউফ ডিগ্রি
কলেজে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে
শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
মঙ্গল বার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য
অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে কলেজের
শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এছাড়া
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপন,চিত্রাংকন প্রতিযোগিতা।
কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার,সহকারী অধ্যাপক খুরশিদ মোহাম্মদ সালেহ,ইসরাইল
হোসেন,এবিএম আমিরুজ্জামান রবি,মোঃ শাহানুর আলম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক জাহাঙ্গীর আনাম। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন
মাওলানা মুনাওয়ার হুসাইন। দিবসটি উপলক্ষ্যে বক্তারা শেখ রাসেলসহ জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি সমবেদনা
জ্ঞাপন করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।