ঝিনাইদহে নির্মাণাধীন চালকলে প্রায় ৪০ ফুট উচ্চতায় আটকে পড়া অসুস্থ্য শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার ফাইটাররা। প্রায় আধা ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌছে দেওয়া হয়। অসুস্থ্য ব্যক্তির নাম মোঃ শহিদ আলী (৫৫)। শহিদ আলী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শষা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। রোববার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
শহরের অদুরে সাদমান অটো রাইচমিলের পাশে নির্মাণাধীন স্টিল স্ট্রাকচার ভবনের ২য় তলার উপরে অন্যদের সাথে কাজ করছিল শহিদ আলী।হঠাৎ জ্ঞান হারিয়ে স্টিলের সাথে আটকা পড়ে।এসময় খবর দেওয়া হয় ঝিনাইদহ ফায়ার সার্ভিস অফিসে।সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।
এসময় ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলীর নেতৃত্বে ফায়ার ফাইটার মোঃমামুনুর রশিদের বিচক্ষণ সাহসিকতায় ভিক্টিমকে উদ্ধার করে।এরপর দ্রুত ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স গাড়ি যোগে ঝিনাইদ সদর হাসপাতালে পৌছে দেওয়া হয়।এসময় উদ্ধার অভিযান দেখতে শত শত মানুষ ভিড় জমায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ মামুনুর রশিদ জানান,সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌছে যায়। প্রায় ৪০ ফুট উচ্চতার নির্মাণাধীন রাইস মিলের উপর যেখানে অসুস্থ্য ব্যক্তি উপুড় হয়ে পড়ে ছিল। সেখান থেকে নামানোর কোন উপায় ছিল না।এসময় স্টেশন অফিসার সুমন আলীর নেতৃত্বে একটি মই ব্যবহার করে উপরে উঠে পড়ি।ঝুকি থাকলেও অন্য আরো সহযোগী ফায়ার ফাইটারদের সহযোগীতায় তাকে নীচে নামিয়ে আনতে সক্ষম হই। অসুস্থ্য ব্যক্তিকে দ্রুততার সাথে উদ্ধার করে জীবিত অবস্থায় হাসপাতালে পৌছে দিতে পেরেছি এটাই আমাদের বড় পাওয়া।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সুমন আলী জানান,যেখানে অসুস্থ্য শ্রমিক ছিল,সেটা খুবই ঝুকিপূর্ণ ছিল।অভিযানের সামান্য সিদ্ধান্তে কোন ভুল হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।ফলে তার মৃত্যুও হতে পারতো।তারপরও মামুনুর রশিদসহ কয়েকজন ফায়ার ফাইটার মই এর সাহায্যে উপরে উঠে তাকে নীচে নামিয়ে এনে হাসপাতালে পৌছে দেয়।