ঝিনাইদহে ৪০ জনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের চেক বিতরন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের ১১লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
গতকাল বিকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম এ চেক বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উদ্ভাবনী নার্সারীর পরিচালক মনিচুর রহমান কারু, ওলিয়ার রহমান, সোহেলী আহমেদ রত্না, থানা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানজিলুর রহমান, হাফিজ মিয়া প্রমূখ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম নিজ হাতে ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউনিয়নের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী,অসহায় নারী,পুরুষ, প্রতিবন্ধি, অসুস্থ ৪০ জনের মধ্যে ১১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করেন। ৬ জনের মধ্যে প্রত্যেকের ৫০ হাজার টাকার চেক, ১৮জনের মধ্যে প্রত্যেকের ৩০ হাজার টাকার চেক ও ১৬ জনের প্রত্যেকের ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম বলেন, আমি গরীব-দুখি মানুষের সেবা করতে ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ততদিন গরীব-দুঃখী মানুষের সেবা করতে চাই।