ঝিনাইদহে ২’শ নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রতিনিধি, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সৌজন্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঝিনাইদহ পাগলা কানাই একাডেমি। পাগলা কানাই প্যারাডাইস প্রি-ক্যাডেট স্কুল মাঠে ২শত হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাগলাকানাই একাডেমি’র সভাপতি কাজী মোহাম্মদ আলী পিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কাজী আলী আহম্মেদ লিকু, কসাস এর সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য, সাংবাদিক রাসেল আহম্মেদ, ছাত্রলীগ নেতা আল ইমরান প্রমূখ। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।