ঝিনাইদহে ২’শ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কাজী পিকু, ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনার কারণে বিপাকে পড়া ২’শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে শহরের আরাপপুর উকিল পাড়ায় এলাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় এলাইভ’র সভাপতি মেহেদী মাসুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী কানু। এ সময় শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ২৫কেজি চাল, ২কেজি আলু, ২কেজি আটা, ১কেজি লবন, ২কেজি ডাল ও ১লিটার তেল পেয়ে খুশি নিম্ন আয়ের পরিবারগুলো।