ঝিনাইদহের কালীগঞ্জে ১২টি মাদক মামলার আসামী মাদক সম্রাজ্ঞী লাল ভানু (৫৫) কে আবারো ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৬ মে) দুপুরে শহরের শিবনগর ভাটা পাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে একই গ্রামের মৃত কুদ্দুস মোল্ল্যার মেয়ে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানায়, মাদক বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে থানার পুলিশ পৌর এলাকার শিবনগর গ্রামে এক অভিযান চালায়। সেখানে একটি ইটভাটার সামনে থেকে লাল ভানুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাকে কালীগঞ্জ থানায় আনার পর মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বিকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়,আটক লালভানু একজন চিহ্নিত নারী মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন মাদকের মামলা চলমান রয়েছে।