• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৮ অপরাহ্ন

ঝিনাইদহে ১১টি ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্য আটক

শেখ হৃদয় আহমেদ,ঝিনাইদহঃ / ৯৬ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

মাগুরায় এক অভিযান চালিয়ে ১১টি চোরাই ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মাগুরা শহরের ভায়না টিবি ক্লিনিক এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় ঝিনাইদহ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।      

আটককৃতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার সরসোনা গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহীনুর সরদার, ভায়না টিবি ক্লিনিক এলাকার শাহীনুর সরদারের স্ত্রী তিন্নি ওরফে টুনি ও ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হান্নান বিশ্বাসের ছেলে ইমরান হোসেন।

ব্যাটালিয়ন-৬,সিপিসি-২, ঝিনাইদহ এর কোম্পানি কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় আরো ৪/৫ জন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ১১টি ইজিবাইক সহ ৫৫টি ব্যাটারি উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা এই ইজিবাইক চুরি সঙ্গে জড়িত। তারা বিভিন্ন জায়গা থেকে চোরাই ইজিবাইক ও মালামাল কেনাবেচা করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1