ঝিনাইদহের পশ্চিম অঞ্চলের হাজীদের নিয়ে আলোচনা সভা ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮অক্টোবার) সকাল থেকে দিনব্যাপি ঝিনাইদহ সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজের শেখ রাসেল অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা মোহাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আলহাজ্ব আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড মোঃ আব্দুর রশীদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা সাদিকুর রহমান আল আজহারী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড.মাহবুবুর রহমান,অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম। এছাড়াও সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন,মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন,সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,আলহাজ্ব বারী মিয়াসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ পশ্চিম অঞ্চলের ৩টি ইউনিয়নের সম্মানিত হাজীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন আলহাজ্ব খালিদ হোসাইন কিংকন ও আলহাজ্ব এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন এই এলাকায় শুধু হাজি পরিবারই নয় সাধারণ মানুষের বিভিন্ন বিপদে আপদে যাতে হাজিরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেজন্য তহবিল গঠন করা জরুরী। হাজীদের সার্বিক কল্যাণ ও সামর্থবানদের হজ্ব করার ব্যাপারে উৎসাহিত করার জন্য হাজিদের আহবান জানান।