পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঝিনাইদহে দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যের টিসিবি’ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্বোধন করা হয়।
বুধবার (২২জুন) সকালে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা নামক স্থানে এই পণ্য বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। টিসিবি কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় জেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১,২০,১৩৩জন কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যের এই টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য ডাল, তেল, চিনি ইত্যাদি বিতরণ করা হবে।
পণ্যদ্রব্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেণ জেলা প্রশাসক মনিরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল হাসান, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, টিসিবি’র কর্মকর্তাবৃন্দ ও কার্ডধারী গ্রাহকগণ।