• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

ঝিনাইদহে স্কুলের সিঁড়িতে আবারও অজ্ঞাত অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি / ১১৭ Time View
আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২


ঝিনাইদহে আবারও অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় তৈয়ুব আলী জানান, স্কুল মাঠে বাচ্চারা খেলা করছিল। এমন সময় প্রচুর দুর্গন্ধ আসতে থাকে। দুর্গন্ধ কোথা থেকে আসছে খোঁজ করতে গিয়ে স্কুলের দোতলা সিঁড়ির নিচে দেখা যায় কোম্বল প্যাঁচানো একটা মরদেহ পড়ে আছে। কোম্বলটা রক্তমাখা দেখে পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় কোম্বল দিয়ে প্যাঁচানো ছিল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) ইমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বল দিয়ে প্যাঁচানো ছিল। বিষয়টা রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বোঝা যাবে মৃত্যুর কারণ কী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1