ঝিনাইদহে সোতোকান কারাতে দো’র উদ্যোগে প্রশিক্ষণ ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০নভেম্বর) দিনব্যাপী শহরের উপশহর পাড়ায় প্যারাডাইস স্কুলের পাশে প্রতিষ্ঠানের প্রশিক্ষন কক্ষে এই বেল্ট প্রদান করা হয়।
বেল্ট প্রদানের আগে প্রায় অর্ধ শতাধিক প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষনে অংশগ্রহন করে। আলোচনা শেষে সোতোকান কারাতে দো’র প্রতিষ্ঠাতা পরিচালক ব্লাক বেল্ট ২য় ড্যান কাজী আলী আহম্মেদ লিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন, এছাড়া অতিথি হিসেবে সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, এ্যাড. দীপু কুমার বিশ্বাস, প্রভাষক কাজী মোহাম্মদ আলী পিকু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান এবং বেল্ট পরিয়ে দেন বাংলাদেশের জাতীয় কারাতে প্রশিক্ষক ব্লাক বেল্ট ৭ম ড্যান মুহাম্মদ জসিম উদ্দীন এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রশিক্ষক ব্লাক বেল্ট ৩য় ড্যান নাসিমা আকতার জুঁই।
অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষানার্থীকে বিভিন্ন ধরনের বেল্ট পরিয়ে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ঝিনাইদহের মেয়েরা ভলিবল, হ্যান্ডবল, বাস্কেট বল, কারাতসহ বিভিন্ন ইভেন্টে পদ নিয়ে আসছে আমরা বাংলাদেশের মধ্যে সব মিলে তৃতীয় অবস্থানে আছি, সকলের চেষ্টায় প্রধান হতে চায়। এব্যাপারে অভিভাবক বিশেষ করে মায়েদের এগিয়ে আসার আহবান জানান।