“সাতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা ” এই শ্লোগানে ঝিনাইদহে সেফ সুমিং একাডেমি ও সোতোকান কারাতে দো প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ ও সাঁতার শিখন বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ উপশহর পাড়ার সোতোকান কারাতে দো’র প্রশিক্ষণ রুমে এই আলোচনা সভা, সার্টিফিকেট বিতরণ ও সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোতোকান কারাতে একাডেমির পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, সরকারী কৌশুলী (জিপি) এ্যাড. বিকাশ কুমার ঘোষ, ঝিনাইদহ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, ইউডিএফ মুস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদ আহম্মেদ সঞ্জু, এপিপি সামসুল আলম, ক্রীড়া প্রশিক্ষক জয়নাল আবেদিন, সাংবাদিক শাহানুর আলম, প্রভাষক কাজী মোহাম্মদ আলী পিকুসহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেফসুমিং এর পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে বক্তারা বলেন,পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী শিক্ষা, এটা সব ছেলেমেয়েদের জন্য শেখা বাধ্যতামূলক হওয়া উচিৎ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাতার শিখনের ব্যবস্থা থাকা দরকার বলে তারা মনে করেন।
আলোচনা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং কৃত্রিম সুমিংপুলে প্রশিক্ষনার্থীদের সাতার প্রশিক্ষণ উপভোগ করেন।