“নাগরিক অধিকার সংরক্ষন, ঝিনাইদহের উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে সিটিজেন ফোরাম ঝিনাইদহের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির মিলিনায়তনে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সিটিজেন ফোরামের সভাপতি ফজলুর রহমান খুররমের সভাপতিত্বে এবং এ্যাড. সামছুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রবিউল ইসলাম, সিনিয়র এ্যাড. মাফুজুর রহমান বুলু, এ্যাড. ইসমাইল হোসেন (পিপি), এ্যাড. এ কে এম মনোয়ারুল হক লাল, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, বাসদ নেতা এ্যাড. আসাদুজ্জামন, জাসদ নেতা চন্দন চক্রবর্তি, মনিরুজ্জামান মানিক, শাহানুর আলম, জান্নাতুল ফেরদৌস লাকী, সাংস্কৃতিক কর্মী শাহিনুর রহমাল লিটন, বিএম আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, সংবাদ কর্মী রাজু, সাদ্দাম হোসেন প্রমূখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী খনন করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে এবং রেল লাইন স্থাপন করে ঝিনাইদহের সাথে ঢাকার রেল সংযোগ সৃষ্টি করতে হবে। বক্তারা এসব বিষয় নিয়ে মাঠের আন্দোলনের পাশাপাশি সিভিল প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এবং জাতীয় সংসদ সদস্যদের সাথে ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় করার পরামর্শ দেন। ঝিনাইদহের উন্নয়নের জন্য সকল কর্মসূচী সফল করার দাবি জানান।