ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের শশুরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার, খোলা কাগজের জেলা প্রতিনিধি, রাইজিং বিডি ও একাত্তর টিভির রাজিব হাসানের শশুর ছবেদ আলী বিশ্বাস হৃদযন্ত্র ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন। আজ সোমবার ভোরে নিজ বাসা শহরের আরাপপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী- এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে চলে গেছেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ধরে বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মরহুম ছবেদ আলী বিশ্বাস এক সময় আদালতের আইনজীবির সহকারী ও পরে ব্যবসা করতেন। তার একমাত্র ছেলে সেলিম রেজা ইসলামী ব্যাংকের কর্মকর্তা, বড় মেয়ে সুইট সুলতানা শিক্ষানবীষ আইনজীবি ও ছোট মেয়ে কোহেলী আক্তার কুইন ঝিনাইদহ কলেজের ব্যবস্থপনা বিভাগের শিক্ষক। আজ সোমবার দুপুর বাদ যোহর জানাযা শেষে আরাপপুর শেখ পাড়া গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।তার এই অকাল মৃত্যুতে ঝিনাইদহ-১আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা জীবন কুমার বিশ্বাস, কলেজের অধ্যক্ষ বাদশা আলম, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলার সকল কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।