ঝিনাইদহে “সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা” এই শ্লোগানে সাঁতার বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টা শহরের কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোতোকান কারাতে দো-ঝিনাইদহ এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ঝিনাইদহ সেইফ সুইমিং একাডেমি।
ক্যাম্পেইন এর উদ্বোধন করেন কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব, সোতোকান কারাতে দো-ঝিনাইদহ এর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু, কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ এক্স-স্টুডেন্ট’স এসোসিয়েশন এর সভাপতি শাহিনুর লিটন ও চন্দ্র বসু মুক্ত।
অনুষ্ঠানে একশত’র বেশি শিক্ষার্থী-অভিভাবক উপস্থিত ছিলেন। এসময় সাঁতারের উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়।