ঝিনাইদহে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
পিকে নিউজ ডেস্ক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সন্ধ্যার পর শিল্পকলা একাডেমীর মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় গণশিল্পী সংস্থা, কথন সাংস্কৃতিক সংসদ, জেলা বাউল সমিতিসহ বিভিন্ন সংগঠন গান ও নাটক পরিবেশন করেন। সোমবার বিকেল থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত।