ঝিনাইদহে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসঘর নির্মাণ কাজের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিস ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ শিল্পকলা একাডেমির পিছনে এই অফিসঘর নির্মাণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই সময় বিশেষ অতিথি হিসেবে বে-সরকারী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দাার ও সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টুসহ জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দীর্ঘ দিনের এই প্রত্যাশা আজ বাস্তবে রুপ নেওয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ সুযোগ্য মেয়রের প্রতি উঞ্চ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।