ঝিনাইদহে সপ্তাহব্যাপী নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রথম আলো’র বন্ধুসভার উদ্যোগে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুর্শেন্দু কুমার ভৌমিক, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট নাসিম উদ্দীন, ঝিনাইদহ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কে এম সালেহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি শাহিনুর আলম লিটন, মতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো’র বন্ধু সভার জেলা কমিটির আহ্বায়ক শাকিব মোহাম্মদ আল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্য মায়িসা রহমান।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় বুধবার। এতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪০ জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। সমাপনী দিনে তাদেরকে সনদ পত্র প্রদান করা হয়।
সোতোকান কারাতে দো স্কুলের পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু ও রমজান আলী শন্তু তাদের এ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।