ঝিনাইদহ সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত
ময়না খাতুন,ঝিনাইদহঃ
ঝিনাইদহে সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুর রশীদ সভাপতিত্ব করেন। আলোচনা রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ , ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত,সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদার,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার,সদর উপজেলার গান্না ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা, ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন,সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন,ফুরসন্ধি ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মালেক মিনা,কালিচরনপুর ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত,মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরসিদ আলম, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম,হলিধানী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমূখ।