ঝিনাইদহে জাতীয় শোক দিবসের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সাংবাদিক কাজী মোহাম্মদ আলী পিকুর একমাত্র কন্যা কাজী প্রাপ্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা শেষে ১৫আগস্ট বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সোমবার সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সদস্য সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ।
১৫আগস্ট জাতীয় শোক দিবসের আগে ১৪আগস্ট ঝিনাইদহ শিশু একাডেমি কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা সহ বঙ্গবন্ধুর জীবনের উপর বিভিন্ন প্রতিযোগিতায় আয়োজন করে। সেখানে ঝিনাইদহ কালেক্টর স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী কাজী প্রাপ্তি অংশ গ্রহণ করে। এ সকল প্রতিযোগিতার মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম ও রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার অর্জন করে। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অনুকরণ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছে।