ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিশু একাডেমি। মঙ্গলবার বিকাল ৪টায় শিশু একাডেমি মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সালমা সেলিম বলেন, শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। এজন্য শিশুদের বেড়ে ওঠার পথটা সুন্দর হতে হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।