ঝিনাইদহে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিনে অসহায় পরিবারের দায়িত্ব নিলেন মেয়র সাইদুল করিম মিন্টু
পিকে নিউজ ডেস্কঃ
ঝিনাইদহে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ সোহানসহ তার পরিবারের দায়িত্ব নিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।এ সম্পর্কে তিনি বলেন,মেধাবী ছাত্র সোহান করোনাভাইরাসের কারণে পড়া লেখা বন্ধ করে ঝিনাইদহ বিগ বাজার মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করে। এতো ছোট শিশু কাজ করছে দেখে আমি এগিয়ে যায়। শিশু সোহানের পরিচয় নিয়ে জানতে পারি,তার বাসা ঝিনাইদহ হামদহ মোল্লা পাড়ায়। বাবা একজন ট্রাক ড্রাইভার। এই বিষয়ে জানতে চাইলে শিশু সোহানের অসহায় মা বলেন, আমার স্বামী আর একটা বিয়ে করে আমার মাথার উপর ৫০ হাজার টাকা কিস্তির বোঝা চাপিয়ে দিয়ে চলে গেছে। আমি বাড়িতে সেলাই মেশিনের কাজ করে যা পাই তাই দিয়ে কোনরকম সংসার চালাই। কিস্তির টাকা আমি কি ভাবে দেবো ? আমি কোন উপায় না পেয়ে শিশু ছেলেকে কাজে দিতে বাধ্য হয়েছি। আমার একটি মেয়েও আছে। মেয়েটা ঝিনাইদহ কেসি কলেজে পড়ে। আমার ছেলে মেয়ের ইচ্ছা পড়ালেখা করে বড় কিছু হওয়ার। কান্নাজড়িতকণ্ঠে কথাগুলো শোনার পর মানবিক মেয়র সাইদুল করিম মিন্টু সোহান ও সোহানের বোনের পড়া লেখার খরচসহ জীবিকা নির্বাহের জন্য তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। বেঁচে থাকার মত আশানুরূপ ব্যবস্থা করে দেওয়ায় সোহানের মায়ের চোখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে। তিনি মেয়র সাইদুল করিম মিন্টুর দীর্ঘায়ু জীবন কামনা করেন।