ঝিনাইদহে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী পালিত হয়।
সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে জেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠনসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়। এরপর শহরের যুব উন্নয়ন অধিদপ্তরে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।
এছাড়াও দুপুরে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ।
দুপুরে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।