“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রতীন্দ্রনাথ রায়, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,ঝিনাইদহ ভকেশনাল ইনিস্টিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী,সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস,ঝিনাইদহ কলেজের উপাধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান,আব্দুর রউফ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার,উপজেলা শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামান,বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপতি মহি উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মতিয়ার রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
বক্তারা বলেন,শিক্ষকদের হাতেই যেহেতু শিক্ষা ব্যবস্থার রুপান্তরের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় যে সকল বৈষম্য আছে তা দুর করে শিক্ষাক্ষেত্রকে বাংলাদেশের একটি উন্নত রাষ্ট্রের ন্যায় গড়ে তুলতে হবে। এছাড়া বক্তারা শিক্ষকদের আলাদা বেতনস্কেল এবং বেসরকারি স্কুল কলেজের শিক্ষক জাতীয়করণের দাবি তুলে ধরেন।