• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

শেখ হৃদয় আহমেদ,ঝিনাইদহঃ / ১১৬ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
dav

ঝিনাইদহে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়া। মঙ্গলবার সকাল ১১টায় শিশু একাডেমি অডিটোরিয়ামে, জেলা প্রশাসন ও শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ’র উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।

এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় বক্তারা, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের উপর আলোকপাত করেন।

আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1