ঝিনাইদহে র্যাবের অভিযানে বিভিন্ন কারখানা থেকে ভেজাল ও নকল কসমেটিক্স মজুত করায় ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ড আদায়
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি মিষ্টি কারাখানা ১টি বিস্কুট,কেক,পাউরুটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ১ টি কসমেটিক্স গোডাউনে নকল কসমেটিক্স মজুত করায় চারজন অভিযুক্তের নিকট থেকে ৩লাখ৭০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায় ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক ৯টা হতে ৪টা পর্যন্ত র্যাব-৬ এর অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে ঝিনাইদহে একটি আভিযানিক দল এবং র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও সহকারী পরিচালক ঔষধ প্রশাসন, ঝিনাইদহ ,মো: রেহান হাসান এর সহযোগীতায় ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে ২ টি মিষ্টি তৈরী কারাখানায়, ১টি বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও ১ টি কসমেটিক্স গোডাউনে নকল ও অননুমোদিত কসমেটিক্স মজুত করায় তাদেরকে ৩লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করতে হয়।
অর্থদন্ড প্রদানকারীরা হলেন, গোলাম মোস্তফা (৬৫), মোস্তফা কসমেটিক্স, শৈলকুপা, ঝিনাইদহ কে ৬০ হাজার টাকা, সুব্রত ঘোষ (৫৫), বাঘাট মিষ্টান্ন ভান্ডার কারখানা, ঝিনাইদহ কে ৮০ হাজার টাকা, রবি ঘোষ (৩৬) ঘোষ মিষ্টান্ন ভান্ডার কারখানা কে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও শেখ জামান আহম্মেদ (৩২),হীরা বেকারী এন্ড কারাখানা কে ৮০ হাজার টাকা প্রদান করতে হয়েছে।মোবাইল কোর্ট মামলা নং ১৭/২০২১, ১৮/২০২১, ১৯/২০২১ এবং ২০/২০২১ তারিখ ০৬/০২/২০২১।
এছাড়া উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণে ভেজাল খাদ্য সামগ্রী এবং নকল ও অননুমোদিত কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয়েছে।