ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে, শিশু একাডেমি মিলনায়তনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।
এসময় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির সকল শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রয়েছে। তিনি ছিলেন বিভিন্ন প্রতিভার অধিকারী।
আলোচনা শেষে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।