ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধায় জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে স্বরণ করে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ সহ সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
দিনের প্রথম প্রহরে সকাল সাড়ে ৮টায় শহরের প্রেরণা-৭১ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এর পর পর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
এছাড়াও সরকারি-বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে শোক দিবসে ঝিনাইদহ জেলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।