ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ফ্রেবুয়ারী) সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেল লাইন বাস্তবায়ন কমিটির আহবানে ঘন্টাব্যাপী শহরের পোষ্ট অফিস মোড়ে ভাষা সৈনিক বাবু নন্দ দুলাল সাহার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাঃ আলী হাসান, ফরিদ জামিল, অধ্যক্ষ আমিনুর রহমান, উপধাক্ষ্য এন এম শাহজালাল, কামরুজ্জামান, ডাঃ মমতাজুল করিম, অধ্যাপক সিহাব উদ্দিন, ঝিনাইদহ পৌর প্যানেল মেয়র ফারজানা রেজা আঞ্জু, চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি নাছিম উদ্দিন, উপ-পরিচালক শরিফা খাতুন, মাওঃ রুহুল আমিন, সহকারী দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন ঝিনাইদহ জেলা শহরে পন্য পবিহন, ব্যবসা-বানিজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষার্থীসহ সর্বসাধারনের দুরপাল্লার চলাচলের সুবিধার জন্য রেললাইন স্থাপন এবং ছাত্র-ছাত্রীদের কম খরচে চিকিৎসা সাস্ত্রে পড়াশুনা ও স্বল্পব্যয়ে সুচিকিৎসার জন্য মেডিকেল কলেজ স্থাপনের দাবী জানান।