ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক প্রেস বিফ্রিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক প্রেস বিফ্রিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সারাদেশেরে সাথে একযোগে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) সেলিম রেজা। মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিফিংয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ পর্যন্ত জেলার ৬টি উপজেলায় ২৪৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। আগামী ২৩ তারিখে তাদের এই জমির দলিল ও গৃহ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।